আগামীকাল সাবেক উপমন্ত্রী এড. হুমায়ূন কবির এর ২য় মৃত্যুবার্ষিকী

ব্রাহ্মণবাড়িয়া, 26 October 2021, 347 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক দুই দুইবারের সফল চেয়ারম্যান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী, দৈনিক দিনদর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট হুমায়ূন কবির এর ২য় মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (২৭ অক্টোবর)।

এ উপলক্ষ্যে হুমায়ুন-নায়ার ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। সভাপতিত্ব করবেন হুমায়ুন- নায়ার ফাউন্ডেশনের সভাপতি পৌর মেয়র নায়ার কবির।