আখাউড়ায় চোরাইকৃত অটোরিকশাসহ ৪ চোর গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 23 January 2023, 94 বার পড়া হয়েছে,
জুয়েল মিয়া,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে চোরাইকৃত অটোরিকশাসহ চোর চক্রের ০৪ জন অটোরিকশা চোরকে গ্রেফতার করেছ পুলিশ। এসময় চোরাইকৃত ০১টি ব্যাটারীবিহীন অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ অভিযান পরিচালনাকালে চোরাই যাওয়া ০১টি ব্যাটারী বিহীন অটোরিক্সা উদ্ধার এবং চোর চক্রের ০৪ জন অটো চোরকে গ্রেফতার করা হয়।
গত ১৬/০১/২০২৩ তারিখ, সন্ধ্যা অনুমান ০৭.১০ ঘটিকার সময় আখাউড়া পৌরসভার অন্তর্গত সড়ক বাজারস্থ রেলওয়ে মসজিদের সামনে পাকা রাস্তার পাশ থেকে ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি হয়ে যায়। অটোরিকশার মালিক আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউপির মনিয়ন্দ দিঘীর দক্ষিনপাড় এলাকার বাসিন্দা মৃত সায়েব আলীর ছেলে মোঃ মিন্টু মিয়া(৩৬)।
এসআই (নিরস্ত্র) আবু ছালেক ও সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ মহিন উদ্দিন ও ফোর্সের সহায়তায় ০১টি টিম আখাউড়া থানাধীন খরমপুর বাইপাস এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা ভূইয়া বাড়ির মৃত বাবুল ভূইয়া প্রকাশ মিন্টুর ছেলে টিপু মিয়া (৩০) ও একই গ্রামের কোড্ডা মধ্যপাড়া ভূইয়া বাড়ির ইকবাল ভূইয়ার ছেলে রেহান ভূইয়া প্রকাশ রায়হান ভূইয়া(২৯),বাদল ভূইয়ার ছেলে মোঃ সাদ্দাম ভূইয়া (২৫) এবং আবুল হোসেন ভূইয়ার ছেলে সাদিম ভূইয়া(২১) কে ০১টি চোরাই যাওয়া অটোরিক্সা যাহা ব্যাটারীবিহীন সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।