ব্রাহ্মণবাড়িয়ায় ডা. ম্যানুয়েল হ্যানিম্যান’র জন্মবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 28 May 2022, 195 বার পড়া হয়েছে,
জনতার খবর : ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহান চিকিৎসা বিজ্ঞানী ডা. ম্যানুয়েল হ্যানিম্যান’র ২৬৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গতকাল (২৮ মে) শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. জয়চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মোছা. নুরুন্নাহার বেগম, বাংলাদেশ হোমিওপ্যাথিকক বোর্ড ঢাকা’র চট্টগ্রাম অঞ্চলের বোর্ড সদস্য (শিক্ষক প্রতিনিধি) ডা. মোবাশ্বের আলী খাদেম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ডা. সোপানুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডা. নির্মল চন্দ্র দেবনাথ, ডা. অ্যাডভোকেট কফিল উদ্দিন আহমেদ, ডা. শহিদুল ইসলাম, ডা. মেরাজুল হক, ডা. মোখলেছুর রহমান, ডা. খলিলুর রহমান প্রমুখ। ডা. ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহান চিকিৎসা বিজ্ঞানী ডা. ম্যানুয়েল হ্যানিম্যান’র জীবনাদর্শ তুলে ধরেন। অনুষ্ঠানমালার শেষাংশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুজ্জামান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।