সরাইলের পাঠশালা স্কুলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়া, 31 March 2022, 234 বার পড়া হয়েছে,

সরাইলের পাঠশালা স্কুলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত নানা আয়োজনের মধ্য দিয়ে সরাইলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ ২০২২ ইং তারিখে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ দাশ গুপ্ত ও মারুফ খাঁনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসন এর সাবেক সংসদ সদস্য ও উক্ত বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এড. জিয়াউল হক মৃধা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, কালিকচ্ছ পাঠশালার ব্যবস্থাপনা পরিষদের সদস্য অহিদুজ্জামান লস্কর অপু ও আবু শামীম ছানা, সাবেক সদস্য আবু আহমেদ মৃধা, সহকারী প্রধান শিক্ষক হুসনা বেগম, সাংবাদিক শফিকুর রহমান, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার অরবিন্দ দত্ত সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা । এ সময় অত্র বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক জয়লাল সরকার এবং আব্দুল করিম সাহেব কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।