ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৬ঘন্টা পর গ্যাস সরবরাহ হলো স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া, 30 January 2022, 349 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া শহরে সাড়ে ৬ঘন্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে সাধারণ মানুষ।

রবিবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টা থেকে রাত পৌনে ১০ পর্যন্ত জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। তবে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আশুগঞ্জ-আগরতলা চারলেনের সড়কের কাজে গ্যাস লাইন লিকেজ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। মেরামত কাজ শেষে তা পুনরায় সরবরাহ করা হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী রবিউল হক জাগো নিউজকে জানান, আশুগঞ্জ-আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের কাজ চলছে। এই কাজে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সামনে ভেকু মেশিনে একটি পাইপ লিকেজ হয়ে যায়। এতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং টিম মেরামতের কাজ শেষ করায় পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়ে সাধারণ মানুষ। গ্যাস কখন ফিরবে, কোন ঘোষণা না থাকায় রাতে হোটেল রেস্টুরেন্ট গুলোতে মানুষেরা ভীড় করেন।