সরাইলে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 15 July 2022, 122 বার পড়া হয়েছে,

মো.রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

১৪ জুলাই, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে চুন্টা বাজারের সেন বড়ি প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাহার মিয়া’র সভাপতিত্বে ও চুন্টা ইউনিয়ন যুবসংহতীর সাধারণ সম্পাদক অসীম দেব’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডঃ মোহাম্মদ আব্দুল হামিদ ভাসানী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, পানিশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাজমুল হক, উপজেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক শিরিনা আক্তার প্রমুখ।
এছাড়াও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চুন্টা ইউনিয়ন জাতীয় যুব সংহতীর সভাপতি জালাল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেআব্দুল হামিদ ভাষানী বলেন, সাবেক রাষ্ট্র নায়ক হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন সফল রাষ্ট্রপতি। তিনি দীর্ঘ নয় বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার শাসন আমলে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। আজকে ৩য় মৃত্যু বার্ষিকীতে ওনার আত্মার মাগফেরাত কামনা করছি।

এছাড়াও তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, পার্টি করলে জিএম কাদেরের নেতৃত্বেই করতে হবে। কেউ যদি মনে করেন বিদীশার হাত ধরে নেতৃত্বে আসবেন সেই আশা বাদ দিয়ে দেন।