আখাউড়ায় র‌্যাবের ওপর মাদক কারবারীদের হামলা, গুলিবিদ্ধসহ আহত-৩

ব্রাহ্মণবাড়িয়া, 6 July 2022, 125 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চলাকালে র‌্যাবের ওপর মাদক চোরাকারবারীদের হামলার ঘটনা ঘটেছে।
হামলার কবল থেকে বাঁচতে র‌্যাব গুলি ছোড়ে। এ ঘটনায় এক মাদক চোরাকারবারি গুলিবিদ্ধসহ ৩জন আহত হয়েছে।

আহতরা হলেন – র‌্যাবের এবি সুমন, তাদের সোর্স খোকন ও মাদক চোরাকারবারি নাসির উদ্দীন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী কল্যাণপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সিপিসি-৩ এর অধিনায়ক রাফিউদ্দিন মো. যোবায়ের।

তিনি বলেন, র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় মাদক কারবারীরা দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাবের ওপর হামলা চালায়। এসময় প্রাণ বাঁচাতে র‍্যাব জওয়ানরা পাল্টা গুলি ছুড়লে মাদক চোরাকারবারী নাসির উদ্দীন আহত হয় এবং চোরাকারবারীদের হামলায় র‌্যাব সদস্য এবি সুমন ও র‌্যাবের সোর্স খোকন গুরুতর আহত হয়।

আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার কে বলেন, র‌্যাবের ওপর মাদক চোরাকারবারীদের হামলা, গুলিবিদ্ধসহ র‍্যাব সদস্য আহত হয়েছেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। আপাতত এর বেশি কিছু তিনি জানাতে পারেনি।