তাসনিয়া কাইয়ূম জ্যােতি’র জন্মদিন পালিত

ব্রাহ্মণবাড়িয়া, সোসাল মিডিয়া, 19 July 2021, 611 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ, সমাজ সেবিকা, ‘তাসনিয়া কাইয়ূম জ্যোতি’র জন্মদিন পালিত হয়েছে।
সোমবার রাত ১২ টার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া’র বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুকে’র ওয়ালে সাংবাদিক পত্নী  ‘তাসনিয়া কাইয়ূূম জ্যােতির’ বিভিন্ন ছবিসহ ‘শুভ জন্মদিন’ এর ‘অভিনন্দন’ ও ‘শুভেচ্ছা বাণী’ শোভা পেতে দেখা যায়।
অতিমারি করোনার এমন মহাসংকটের মধ্যেও তাকে ‘শুভ জন্মদিনে গভীর ভালবাসা প্রদর্শিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া’র সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।