কসবায় স্কুল ছাত্রীকে একদিনে পর পর দেওয়া হলো ৩ডোজ করোনার টিকা

ব্রাহ্মণবাড়িয়া, 17 February 2022, 321 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিয়ারূপ সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে পর পর করোনার ৩ ডোজ টিকা দেয়া হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এতে সাদিয়া (১৫) নামের ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সাদিয়া পানিয়ারূপ সিরাজুল হক স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার বিলঘর গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে।

শিক্ষার্থী সাদিয়া জানায়, গত ১২জানুয়ারি ১ম ডোজ টিকা গ্রহণ করার পর বুধবার ২য় ডোজের ফাইজার টিকা নিতে এলে তাকে একসঙ্গে ৩ ডোজ টিকা প্রদান করা হয়। আর তাতে সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।

এদিকে এ ঘটনায় সাদিয়ার পরিবারের লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। সেই সঙ্গে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রদানে অব্যবস্থাপনারও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুপ পাল জানান, কেন এমন হলো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।