আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 1 November 2022, 91 বার পড়া হয়েছে,

রেললাইন ধরে হাঁটার চরম পরিণতি দিতে হলো মোবারক মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল সেকশনের ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

মোবারক মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের খেওয়াই গ্রামের বাসিন্দা মুরাদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার যুগান্তরকে জানান, সকালে রেললাইন ধরে হাঁটছিলেন ওই ব্যক্তি। এ সময় আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রেলপথের ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় বগিবিহীন একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে সোপর্দ করা হবে বলে ওসি জানিয়েছেন।