মেহারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হলেন আলহাজ্ব মোশারফ হোসেন মোর্শেদ

ব্রাহ্মণবাড়িয়া, 1 February 2022, 387 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিনিধি: গতকাল ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হল। এতে কসবা উপজেলার ২ নং মেহারী ইউনিয়ন নির্বাচনে পূর্বাঞ্চলের জনপ্রিয় প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন মোর্শেদ টেবিল ফ্যান প্রতীকে ৫৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব আব্দুল আওয়াল ৪৫০৩ ভোট পেয়ে ১১৩২ ভোটের ব্যবধানে পূর্বাঞ্চলের প্রার্থীর নিকট পরাজিত হয়।

আলহাজ্ব মোশারফ হোসেন মোর্শেদের চেয়ারম্যান হিসাবে বিজয় লাভ করায় ইউনিয়নের অধিকাংশ মানুষ দিনভর আনন্দ উৎসবে মেতে উঠেছে। চেয়ারম্যান হিসেবে বিজয়ের চুড়ান্ত খবর পাওয়ার পর আলহাজ্ব মোশারফ হোসেন মোর্শেদ মেহারী ইউনিয়নের প্রতিটি গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় আমাদের বিশেষ প্রতিনিধিকে বলেন,”এ বিজয় আমার নয়,এ বিজয় বল্লভপুর গ্রামবাসীর, মেহারী, চৌবেপুর, ঈশান নগর, খেওড়াসহ ইউনিয়নের সকলের। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” মেহারী ইউনিয়নের হতদরিদ্র মানুষের জন্য আপনি কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ” ইউনিয়নে কোনো দরিদ্র মানুষ থাকবেনা।মহান আল্লাহ যেহেতু আমাকে বিজয়ী করেছেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ইউনিয়নকে সন্ত্রাস মুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত করা আমার অঙ্গীকার। ” এ সময় কসবা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন সহ ইউনিয়নের বহু নেতাকর্মী নবনির্বাচিত চেয়ারম্যানের শুভেচ্ছা প্রদান বহরে উপস্থিত ছিলেন।