রেলষ্টেশন সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির দাবীতে আজ জেলা নাগরিক ফোরামের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া, 24 September 2021, 504 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : হেফাজতের তান্তবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশন দ্রুত পুন:সংস্কার ও সকল ট্রেনের যাত্রাবিরতির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জেলা নাগরিক ফোরাম।
জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত এক বিবৃতিতে জানান, আজ ২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য।
যথাসময়ে সবাইকে কর্মসূচিতে উপস্থিত থাকার জন্যে ফোরামের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।