ব্রাহ্মণবাড়িয়ায় ক্লান্ত রঞ্জন শীল (২২) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। ক্লান্ত রঞ্জন শীল জেলা সদর হাসপাতালে ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্ট্যান্ট (ম্যাটস) এর ইন্টার্নির ছাত্র ছিলেন। সে জেলার আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে নিহার রঞ্জন শীলের ছেলে৷
পরিবারের সদস্যরা জানান, ক্লান্ত সদর উপজেলার সুলতানপুরে তার মামার বাড়িতে থেকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন। গত কয়েকদিন যাবত সে হতাশায় ভোগছিলেন। গতকাল শনিবার হাসপাতালে ডিউটির পর সকালে বাসায় যায়। রাতে সে ফেসবুকে স্ট্যাটাস দেয় ‘জীবনডাই আফসোস’। সকালে ১০টার পর পরিবারের সদস্যরা রুমে গিয়ে অনেক ডাকাডাকি করলেও তার কোন সাড়াশব্দ পায়নি। পরে তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, কেউ বিষয়টি আমাদের জানায়নি। হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশ রাখা আছে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে।