সমমনা-এসএসসি ৯০ এর উদ্যোগে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সমাগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 3 July 2022, 177 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক : স্বেচ্ছাসেবী সংগঠন সমমনা- এসএসসি ৯০ এর উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৩জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পূর্বপাড় সীতানগর দাস পাড়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সমমনা এসএসসি৯০ এর নিগার সুলতানা উর্মির তত্বাবধানে ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন ,সদর উপজেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ ভ’ইয়া, ইউপি সদস্য নিশিকান্ত ঋষি ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন। সমমনা ৯০ এর এস এম শাহীন, মোর্শেদা মতিন মিলি, মোজাম্মেল হক,আবুল হাসান, এমরান হোসেন মাসুদ প্রমুখ।