সরাইলে উচ্চশব্দে স্পিকারে গানে কিশোরদের নাচানাচি, তিন পিকআপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়া, 13 April 2024, 29 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের দিনে সাউন্ড বক্সে উচ্চস্বরে গানবাজনা করায় ৩টি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের বিভিন্ন সড়ক থেকে পিকআপ গুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেসবাহউল আলম ভূইয়া।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঈদের দিন পিকআপে বড় স্পিকার লাগিয়ে বিকট শব্দে গান লাগিয়ে কিছু কিশোর নাচানাচি করছিল। এমন অভিযোগ পাওয়ার পর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালান। অভিযানে উচালিয়াপাড়া, সৈয়দটুলা ও পাঠনপাড়া থেকে স্পিকার সহ তিনটি পিকআপ জব্দ করা হয়। এসময় কিশোরের পালিয়ে যায়। তিনটি পিকআপ থানা হেফাজতে জব্দ আছে।