তিতাস হুমায়ুন এর কবিতা ‘চামচা’

সাহিত্য, 2 September 2023, 193 বার পড়া হয়েছে,
কিছু লোক তেল দিয়ে খুশি থাকে বেশ,
কিছু লোক তেল পেয়ে মন করে ফ্রেস।
তেল দিয়ে পাতি নেতা খুশি মনে মনে
ভাব খানি জমে ক্ষীর নেতাদের সনে।
বড় পদ এসে গেলো  দেরি নাই আর
যাবে চলে বহু দূর রুখে সাধ্য কার?
সিঁড়ি খুঁজে পেয়ে গেলো তেল তার নাম
টাকা হতে কয়দিন দেবে লোকে দাম!
পাতি নেতা তেল নিয়ে তেল দেয় পায়ে
মাঝে মাঝে তেল দেয় মনিবের গায়ে।
তেল দিয়ে পাতি নেতা গাড়ি বাড়ি গড়ে
জনগন খালি পেটে হাসঁফাসঁ করে।
পেট মোটা নেতাগন তেল পেয়ে হাসে
পাতি নেতা সারাদিন তেল নিয়ে পাশে।
নেতা আর পাতি নেতা রয় ভালো রোজ
দুখে মরে জনগণ নেয় কে বা খোঁজ?
এই করে ভালো চলে আমাদের দেশ
তেল দিয়ে পাতি নেতা বলে বেশ বেশ।
ভালো আছে নেতা আর তেল দেয়া পাতি
নেতা যায় আগে দিয়ে পাতি ধরে ছাতি।