ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 22 May 2022, 189 বার পড়া হয়েছে,

জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ মে) দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন প্রাঙ্গণে সকাল ১০.৩০ মিনিটের দিকে এ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলাবাসি অতি সহজে ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা পেতে পাড়বেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী মোঃ আঃ কুদ্দুস, জেলা রেজিস্ট্রার সরকার লুৎফুল কবীর, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, জেলার সকল দপ্তর প্রধান, সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল ভূমি সেবা নেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান ও আরো বলেন যাতে করে ভূমি অফিসের কর্মচারী কর্মকর্তারা সাধারণ জনগণকে হয়রানি না করেন।