কবি ‘দেওয়ান মারুফ’ এর কবিতা

সাহিত্য, 8 January 2022, 438 বার পড়া হয়েছে,
বেশ তো আছি ভালোই আছি
ভুলে গেছি অতীত স্মৃতি
এই মনে যত আকুতি
সবই যেন মিছেমিছি।।
ভালবাসার মায়ায় পরে গড়লি জীবন
করলি নানান চালাকি
হঠাৎ একদিন চলে যাবি
থাকবে পরে সবই।।
এই দুনিয়া মিছে মায়া
রঙিন চাদরে আছে ডাকা
অচিন দেশের পাখি হয়ে
একদিন চলে যাইবি একা।।