গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1168341 বার পড়া হয়েছে,
জীবনইতো একটি ধর্ম
ধর্মহীন চলে না জীবন
জন্ম থেকে মৃত্যু অবধি-
ধর্মের ভেতর দিয়ে ভব নদী দিতে হয় পাড়ি।
ভেতরে লালন করতে হয় সে স্রস্টা বিশ্বাস
মস্তিষ্কের নিয়ন্ত্রণ এর মতো একত্ববাদ এর
একনিষ্ঠ ঐকান্তিকতার
পরম শক্তির।
জীবনইতো একটা ধর্মে সৃষ্টি
সৃষ্টি তার দেহ জগত
দেহের ভেতর লুকায়িত সে স্রস্টা রহস্য
দেহ বুঝি স্রস্টার এক ক্ষুদ্রতম রহস্য।
ধর্মহীন চলে না জীবন
ধর্মের ভেতর চলতে হয় পথ
ধারণ করতে হয় স্রস্টা প্রেম
প্রকৃতির নৈসর্গিক আলো অন্ধকার
ধ্বংস সৃষ্টির চিরন্তন নিয়ম।
-উপস্থাপনায়: শেখ মো. কামাল উদ্দিন।