শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে শ্রমিকলীগ নেতার মৃত্যু

সারাদেশ, 17 July 2021, 532 বার পড়া হয়েছে,

মো. রুহুল আমিন, চাঁদপুর থেকে : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক শ্রমিক লীগের নেতা মৃত্যুবরণ করেছেন। তার নাম লিটন(৩৬) পিতা-রবিউল ইসলাম। তিনি শাহরাস্তি উপজেলাস্থ টামটা উত্তর ইউনিয়নের রাড়া গ্রামের বাসিন্দা।

আজ ১৭ জুলাই শনিবার বেলা ১২ ঘটিকায় শাহরাস্তি উপজেলাস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় হাসপাতালের অভ্যন্তরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য বিশেষভাবে স্থাপিত করোনা ওয়ার্ডে কর্মরত মেডিক্যাল অফিসার ডাঃ শ্রাবন্তী চক্রবর্তী একা একা অনেকটা কিংকর্তব্যবিমুড় অবস্থায় পায়চারী করছেন। এসময় ওয়ার্ড়ে আর কোন ডাঃ বা নার্স কাউকে পাওয়া যায়নি। এসময় ফজিলতের নেছা(৫৮) এবং আলী আশ্রাফ(৭০) নামের আরো দুইজন রোগী ঐ ভর্তি ছিলেন।

জানতে চাইলে ডিউটি ডাঃ শ্রাবন্তি চক্রবর্তী বলেন মৃত. ব্যক্তির নাম লিটন। আজই সকাল ১০ ঘটিকায় তিনি করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। ভর্তি হওয়ার সাথে সাথে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি-না তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ভর্তি হওয়ার সময় তিনি বেশ সংকটাপন্ন অবস্থায় ছিলেন। এসময় তার অক্সিজেন লেভেল ছিলো ৫১। মৃত্যর এক ঘন্টা পূর্বে নিশ্চিত হওয়া যায় তিনি করোনা পজেটিভ। বেলা ১১:৫০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।

বেলা ১ ঘটিকায় লিটনের স্বজনেরা তার বাড়িতে লাশ নিয়ে যান।

এবিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মোঃ আবদুল মান্নান বলেন, করোনায় আক্রান্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় কোন আইনগত নীয়ম-নীতি মেনে লাশ দাফন করার বিধান না থাকায় মৃত. ব্যক্তির স্বজনদেরকে লাশ নিয়ে দাফন করার জন্য বলা হয়েছে।