ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া, 15 August 2022, 125 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ২ নং বুধল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে আব্দুর রউফ সাবেক মেম্বার ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মেম্বার নির্বাচিত হয়েছে। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে সদ্য নির্বাচিত মোহাম্মদ আলী মেম্বার তিনি ইতিপূর্বে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের একজন দক্ষ কর্মী ছিলেন।

গত ৫ আগষ্ট বিকালে ২নং বুধল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ৯ নং ওয়ার্ডের সুতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশন এ বুধল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক এর সভাপতিত্বে ও বুধল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক সালাউদ্দিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম ভূইয়া, এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আলম ভূইয়া মোবাশ্বির, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুব আলম, বুধল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কাশেম শের আলী, বুধল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ।

প্রথম অধিবেশনের শেষের দিকে বুধল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বুধল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন এ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আলম ভূইয়া মোবাশ্বির তিনি বক্তব্যে বলেন, বুধল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছে।

অনুষ্ঠিত সম্মেলন এ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামী ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।