ফুলবাড়িয়া জামে মসজিদ মাঠে অসহায়দের মাঝে জাতীয় মানবাধিকার সোসাইটি’র ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 2 May 2022, 167 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়ায়া জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মানবাধিকার সোসাইটি সংগঠনের পক্ষ থেকে অসহায় হত-দরিদ্রদেী মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২ মে) আছর নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মানবাধিকার সোসাইটির সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া জামে মসজিদ কমপ্লেক্স কমিটির সভাপতি জনাব মোস্তাক আহমেদ খোকন এর পরিচালনায় এবং মসজিদের ইমাম সাহেবের সভাপতিত্বে অসহায় কর্মহীন গরীব দুঃখী মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মো. রাজিব, মো. আল-আমিন, মো. আবু নাছের, মো. আকিব, মো. সোহান, মো. কামাল প্রমূখ।