শুধু সে নেই – বোরহান উদ্দিন (পায়েল)

সাহিত্য, 5 March 2022, 591 বার পড়া হয়েছে,

দু চোখে লোনা জল ফাগুনের সন্ধ্যায়
ধুকধুক বুকে ভাবনারা বড্ড অসহায়।
মায়াবী প্রকৃতি বর্শা হয়ে দিচ্ছে সায়
আশার প্রদীপ নিভুনিভু মৃত্তিকায়।
আদুল পায়ের সবুজ শ্যামল কাঁচা গায়ের পথ
আজি দু’ধারে উঁচু দালান ব্যস্ত তার জনপদ।
উচ্ছ্বাস আর কোলাহল হাজার নয়ন ঘিরে
হাহাকার হৃদয় আকাশ পানে লক্ষ তারার ভিড়ে।
নীল আকাশ,নির্মল বাতাস আর পাখির কলতান
পাহাড়ী ঝর্ণা সবি নিরন্তর চলমান।
শুধু সে নেই, একটা শূন্য শূন্য লাগে
হারানো দিন ফিরে পেতে ইচ্ছে টুকু জাগে।
ফিঙ্গের ভয়ে আজো কুপোকাত চড়ুই কি’বা ঈগল
আজো কোকিলের ডাকে কেহ হয় উদাস পাগল।
শুধু সে নেই, একটা শূন্য শূন্য লাগে
হারানো দিন ফিরে পেতে ইচ্ছে টুকু জাগে।