ব্রাহ্মণবাড়িয়ায় পশুর হাটে পাইকারদের কারসাজি, গরুর দাম আগুন

ব্রাহ্মণবাড়িয়া, 8 July 2022, 150 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাটে গরুর দাম লাগামহীন। গরুর দাম বেশি থাকায় হাট থেকে ফিরে গেছে অনেক ক্রেতা। গরুর দাম বাড়ার কারণ হিসেবে ক্রেতারা জানিয়েছেন, গরু বাজারে কম উঠায় এবং ব্যাপারীদের আধিপত্য। বিক্রেতারা দাম বেশি হাঁকছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা।

আজ শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে জেলা শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনাল পশুরহাটে ঘুরে দেখা গেছে, ঈদের আর একদিন বাকি থাকলেও হাটে গরুর সংখ্যা কম। বড় গরুর সংখ্যা তুলনামূলক বেশি থাকলেও ছোট ও মাঝারি গরুর সংকট রয়েছে‌। ক্রেতার তুলনায় হাটে গরু অনেক কম। পাশাপাশি দেখা গেছে পাইকারি ব্যাপারীরা ব্যবসায়ীরা গ্রাম থেকে কৃসকদের আনা গরু কিনছেন। আবারও সেই গরু এই হাটেই উচ্চ মূল্যে বিক্রয় করছেন।বিক্রেতাদের ভাষ্য, এখনো বাজার সেভাবে জমে ওঠেনি। অন্যান্য বছর ঈদের মাঝে একদিন আগের বাজারে সবচেয়ে বেশি উঠেম এবং ক্রয়-বিক্রয় বেশি হয়। কিন্তু এবার বাজারে যাঁরা আসছেন, তাঁদের হাতে গোনা কয়েকজনই গরু কিনছেন। ক্রেতা দামদর জিজ্ঞেস করতে আসছেন। অনেকেই আবার পর দিন ক্রয় করবেন বলে ফিরে যাচ্ছেন।

সদর উপজেলার পয়াগ নরসিংসার এলাকার মোহাম্মদ আলী গত ২৫টি গরু নিয়ে হাটে এসেছেন। এর মধ্যে ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’ নামের সর্বোচ্চ দামের দুটি গরু রয়েছে। তিনি বলেন, সর্বনিম্ন তিন লাখ থেকে নয় লাখ টাকা মূল্যের গরু রয়েছে।

সুহিলপুর গ্রামের মতিন মিয়া বলেন, ৩০টি গরু মধ্যে ৪টি বিক্রি করতে পেরেছেন। হাটে ক্রেতাদের উপস্থিতি কম। এর মধ্যে অনেকেই দামাদামি করে ফিরে যাচ্ছেন।
গরু ক্রয় করতে আসা জেলা শহরের পৈরতলা ইমতিয়াজ জুবায়ের বলেন, গরু অনেক গুলো দেখেছি৷ পছন্দও হয়েছে। কিন্তু দাম অনেক বেশি হওয়ায় বাজেটে মিলছে না। এছাড়াও বাজারে পাইকারদের আধিপত্য বেশি। তারা বাজারে গরু কিনে আবার তা উচ্চ মূল্যে বিক্রয় করছেন। আমি এক গরু দামাদামি করে একটু সামনে দিকে যাই, ৫ মিনিট পরে এসে দেখি সেই গরু আমার দাম থেকে ৫ হাজার টাকায় এক পাইকার কিনে এখানেই বিক্রয় করতে দাঁড়িয়েছেন।গরু কিনতে আসা শরিফুল আলম বলেন, বিক্রেতারা যে দাম বলছেন গতবারের তুলনায় একেকটি গরু ২০ থেকে ৩০ হাজার টাকা বেশি। গত বছর যে গরু ৫০ হাজার টাকায় কেনা গিয়েছিল, সেসব গরু বিক্রিতে ৭৫ থেকে ৮০ হাজার টাকার নিচে নামছেন না বিক্রেতারা। অন্যান্য হাটেও গরু নেই।
আরেক ক্রেতা রিপন মিয়া বলেন, ‘গত বছর শেষের দিকে যতগুলো গরু ফেরত গিয়েছিল, তার অর্ধেক পরিমাণও এবার গরু হাটে দেখছিনা। এবার গরুর দামও বেশি।
গরু দাম বৃদ্ধির বিষয়টি বিক্রেতারাও স্বীকার করছে। তবে তাঁদের দাবি গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে গরুর দাম এবার বেড়ে গেছে। -(সরোদ)