প্রাচীন অরন্যের মাঝে

সাহিত্য, 8 July 2021, 710 বার পড়া হয়েছে,

প্রাচীন অরন্যের মাঝে

আজীজা সোপান।

প্রাচীন অরন্যের মাঝে
একটি পদ্ম পুকুর ছিল
সে পুকুরের মাঝে
একটি শ্বেত পদ্ম ফুটল
গ্রহন ক্লান্তি লগ্নে
শ্বেত পদ্মের ঘ্রানে
আদিম নেশা পেয়ে বসল
এক কালো ভ্রমরকে।
ভ্রমর মত্ত ঘ্রানে
আকাশ মত্ত ঘোর তমসে
অঝোর ধারায় ঝরায়
পূর্ন গ্রাসের গ্রহনে।
এ ভাবেই বেঁচে থাকা যায়
ক্ষুদ্র ক্ষুদ্র ভালবাসা বিকিয়ে দিয়ে,
হোচট খেয়ে পেছনে তাকানো
প্রয়োজন নেই সামনে
দূর্দান্ত পথ প্রসারিত হয়ে৷

পার্থিব চরাচরে অকাল বসন্তের
স্বপ্নের বিবর্ন জীবন ধূলোয় ধূসরিত
রংচটা দক্ষিণা হাওয়া বয়ে যায়
আবরন দিয়ে৷

অচেতন নিশ্বাস চোরা স্রোতের পাকে
ঘূর্ণি প্রলয়ে মেতে থাকে
কোন অতলে হারিয়ে যায়
বিশ্বাস অবিশ্বাসের ঘর
এভাবে বেঁচে থাকা যায়
জাগ্রত হৃদয়ে৷