শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত ২৪ ঘন্টায় মঙ্গলবার (১৮ মার্চ) থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশের মিডিয়া উংসের তথ্য মতে, থানা পুলিশের একটি চৌকস টিম আখাউড়া থানা এলাকা হইতে নারী শিশু-২২/২০২৫, পি মামলা নং-২১১/২৪ এর ওয়ারেন্টভুক্ত ০২ বছর সশ্রম সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম হোসেন, পিতা-মোঃ আলমগীর, গ্রাম- জাঙ্গাল (গঙ্গাসাগর) সিএজএম ২৩৬/২১, জিআর-৩১৯/২০ ও মোঃ কালু মিয়া, পিতা-মৃত তালেব মিয়া, গ্রাম – রাজাপুর,উভয় থানা ও জেলা ব্রাহ্মণবাড়িয়া কে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান,আটককৃত আসামিদেরকে আইন অনুযায়ী অদ্য ই আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।