
মো. রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি সভাপতি পদে সুন্দর আলী ও সাধারন সম্পাদক মুসলিম মিয়া নির্বাচিত হয়েছেন।
পানিশ্বর ইউনিয়ন শাখার ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া বাজার মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পানিশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আওয়াল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মঈনউদ্দিন মঈন, এতে বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আমিন খান, যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রমুখ।সভাটি সঞ্চালনা করেন পানিশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমির হোসেন।
এছাড়াও সভায় পানিশ্বর ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইজ্জত আলী মেম্বার, পানিশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সজিব আহম্মেদ কামাল, স্থানীয় ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আতাব আহাম্মেদ ও সাধারন সম্পাদক আনার মিয়া, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উজ্জ্বল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।