ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 15 January 2022, 370 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় বিবাহিত ও অবিবাহিতদের মাঝে শত বছরের ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে পৌর শহরের শেরপুর এলাকার মাঠে এই গুটিদাড়া খেলাটি অনুষ্ঠিত হয়।টসে জিতে বিবাহিতরা খেলার সূচনা করেন। গুটিদাড়া খেলায় বিবাহিতদের পক্ষে অধিনায়ক ছিলেন বাবা শাহ আলম মিয়া ও অবিবাহিতদের অধিনায়ক ছিলেন তার ছেলে আরিফ মিয়া। বাবা ছেলের লড়াইয়ে অবিবাহিতরা চল্লিশ মিনিটে মোট ১৩ পয়েন্ট অর্জন করে। বিজয়ের লক্ষ্যে বিবাহিতরা মাঠে নেমে খেলা শেষ হবার দুই মিনিট আগেই ১৪ পয়েন্ট করে প্রথমবারের মত বিবাহিতরা জয় তুলে নেন। খেলাটি দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্য একাডিমির সাধারণ সম্পাদক নুরুল আমিন, বিশিষ্ট সমাজসেবক আলী আজম, জামিনুর রহমান, দৈনিক ফ্রন্টেয়ার পত্রিকার সম্পাদক আবদুল মালেক, নদী নিরাপত্তার সামাজিক সংগঠন (নোঙর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদ, শেখ জাহাঙ্গীর, মিজানুর রহমান, রিয়াসাদ আজিম ও রিপন দেবনাথ প্রমূুখ।

ডা. ফরিদুল হুদার স্মরণে সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়। গুটিদাড়া খেলাটি ২০০৭ সাল থেকে সাহিত্য একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও ব্যতিক্রম ঘটেনি।