শুরু হল ‘মিস অ্যান্ড মিস্টার ব্রাহ্মণবাড়িয়া ২০২১

ব্রাহ্মণবাড়িয়া, 19 July 2021, 832 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল,নিজস্ব প্রতিবেদক : ‘তোমার সৌন্দর্যে বিকশিত বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হল ‘মিস অ্যান্ড মিস্টার ব্রাহ্মণবাড়িয়া-২০২১’।
সোমবার (১৯ জুলাই) দুপুরে শহরের আমিন কমপ্লেক্সের এএফসি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে লোগো উম্মোচন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা আবদুল মতিন শিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সভাপতি পীযুষ কান্তি আচার্য, সদস্য মনির হোসেন’সহ অন্যান্যরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি দেওয়ান মারুফ, হলি ল্যাব হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু কাউসার।
আয়োজকদের মধ্যে উপস্হিত ছিলেন তারিকুল ইসলাম শিপন, মোজাহিদ আলম, ফয়সাল ভূইয়া, হিমেল, নূরে সিফাত, নাইম ভূইয়া।
এবারের প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া’র ২৫০ জন তরুণ ও তরুণী অংশগ্রহণ করছে।