আমাদের প্রেম বিজ্ঞাপনহীন — সৈম আকবর

সাহিত্য, 24 September 2021, 540 বার পড়া হয়েছে,

আমাদের প্রেম বিজ্ঞাপনহীন

সৈম আকবর

নতুন বিজ্ঞাপনের পাশে লেখা
ভালোবাসা
ভালোবাসি
ভালো থাকা
কিংবা নতুন চরের খেলা।

হাজার রকমের বিজ্ঞাপনে
শুধু নাম নাই আমাদের প্রেমের।

শুধু তুমি আমি জানি
আমাদের প্রেম বিজ্ঞাপনহীন!

সৈম আকবর
প্রকাশিতব্য কাব্য গ্রন্থ থেকে।