গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1168339 বার পড়া হয়েছে,
ফিরে যাবার আকাঙ্ক্ষা
– আজীজা সোপান।
তীব্র দাবদাহে পুড়ে জলাধার
ধুলি মাখা পথ ফেলে আসা
আবার ফিরে যাবার আকাংখা
সংকীর্নতায় থামিয়ে রাখে।
ধূসর মেঘেরা আড়ালে আড়ালে
লুকোচুরি করে দাবদাহের মাঝে
কয়েক ফোঁটা জল ঝরিয়ে দেয়।
এই প্রশান্তি।
কোন এক দুপুরে ছলনার সুরে
রিং টোনটা অশরীরির মত
জেগে উঠেছিল বালিশের পাশে।
সেই থেকে প্রতিদিনই অশরীরির উপস্হিতি।
সাড়া দেবার ছলে জলাধারের জলে
পুড়িয়েছে দাবদাহে সব।
তবুও পুড়া ছাই ধুলি মাখা পথে
ফিরে যেতে চাই সংকীর্নতাকে ফেলে।