শেখ ফাহিম ফয়সাল : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সামাজিক সংগঠন ‘তরুন মানব সেবা’র উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ৬ জানুয়ারি সোমবার কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মো. আমিনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মো: আবদুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন; বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংবাদিক অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশফাকুর রহমান ভুইয়া এলমান, অধ্যাপক আশরাফ উদ্দিন, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সুপার মাওলানা মো. শাহ আলম সিরাজী, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান, মো: রুবেল মির্জা, ভয়েস অব কসবার সত্ত্বাধিকারী মো. সাইদুল ইসলাম, ড্রিম ইংলিশ’র পরিচালক ইয়াসিন আরাফাত, ডা. জাবের চৌধুরী জয়, সংবাদকর্মী মো. রিফাত, মোসাব্বির খান ইশাত, মো: আলি আজগর, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় সংগঠনের সদস্য আলি হায়দার রাজা, মো: হাছিব, মো: জনি, মো,. ওসমান গনি, সৌরভ, শিমুল, নাইমুর, সুষ্মিতা, জোনাকি, জেসমিন, আদিবাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সেরা পুরস্কার গ্রহণ করেন; আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার মেধাবী শিক্ষার্থী তানভীর হোসেন।
অন্যান্যদের মাঝে কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মামুন ইফরান সামি, সিরাজুল হক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মারিয়া, অনামিকা ভূইয়া, তাহানূর বিনতে আজহার, সাবিহা আক্তার, মিথিলা আক্তার, রেদোয়ান, আমিনুল হক, হাফসা আক্তার বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।
এছাড়াও যারা পুরস্কার গ্রহণ করেছেন তারা হলেন; সাদিয়া আফরিন, ফারিহা ইসলাম, আয়েশা আলম, মো: বাইতুল্লাহ, নাহিদা আক্তার, মো: সাইফুদ্দিন, সাবিকুন্নাহার তিশা, কাজী তাসনিম, ফিহা তানিশা, গাজী আবিদ, সানিয়া আক্তার, সিহাব মিয়া, তামান্না আক্তার, জিন্নাত আক্তার, তাসমিরা ইসরাত মীম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন; ‘তরুন মানব সেবা’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ এম হাসান মাহমুদ। বক্তাগণ এ সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।