ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের হাতে ৪০ কেজি গাঁজাসহ  গ্রেফতার-২ 

ব্রাহ্মণবাড়িয়া, 8 December 2024, 16 বার পড়া হয়েছে,
শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে  ৪০(চল্লিশ) কেজি গাঁজা ও একটি মাঝারি কাভার ভ্যান যার নং- (ঢাকা মেট্রো ন- ১২-৮১৯৩) সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। (৮ডিসেম্বর) রবিবার সকালে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত কর্মকর্তারা সদর মডেল থানার উরশীউরায় কুমিল্লা-সিলেট রোডে অভিযান পরিচালনা করে মোঃ জসিম (৩২) পিতা-মৃত নুরুল ইসলাম,থানা-চান্দিনা ও জামাল হোসেন (৫৩) পিতা- মৃত- চারু মিয়া,থানা-কোতোয়ালি উভয় জেলা কুমিল্লা নামের মাদক কারবারী দুজনকে গ্রেফতার করে। এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হুমায়ুন কবীর জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বিচার কার্যের অংশ হিসেবে মাদক আইনে মামলা রুজু করে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।