বন্যার পানির তীব্র স্রোতের কারণে ব্রিজ ভাঙ্গনের মুখে

ব্রাহ্মণবাড়িয়া, 23 June 2022, 117 বার পড়া হয়েছে,
মো. তাকিউল ইসলাম, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ মহাসড়কের নাসিরনগরের দাঁতমন্ডল নামক স্থানে মাটি ধসে যায় একটি সেতুর।
প্রথমে ঝুঁকি নিয়ে ভারী যান চলাচল করলেও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সেতুটি দিয়ে ভারী যান চলাচল বন্ধ আছে। বুধবারে সেতুটির মাটি সরে যায়। তাৎক্ষণিক সময়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্রিজের গোড়ায় বস্তা দিয়ে,সাময়িক রক্ষা হয়।
স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায়, প্রবল বৃষ্টির কারণে এবং স্রোতে ব্রিজের মাটি সরে যাওয়ার কারণে এই অবস্থার তৈরি হয়েছে, যদি এখনেই ব্যবস্থা না নেওয়া হয়,নাসিরনগর টু বিশ্বরোড রাস্তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এই অবস্থায় বৃহস্পতিবার বিকালের দিকে সেতুটি পরিদর্শনে যান স্থানীয় সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।
এসময় তিনি সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীকে ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রীজগুলো পরিদর্শন করার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের জেলা প্রকৌশলী পংকজ ভৌমিক, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, বন্যা পরিস্থিতির কারণে সংযুক্তি দ্বায়িত্ব পাওয়া সহকারী কমিশনার মেহেদী হাসান খান শাওন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অভিজিত রায়, ওসি হাবিবুল্লা সরকার প্রমূখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সওজের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক জানান, আমরা সেতুটি কিভাবে রক্ষা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি। ইতোমধ্যে ভাঙন রোধ করা হয়েছে।