ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি বিরোধী শপথ নিল স্কুল শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়া, 8 September 2022, 126 বার পড়া হয়েছে,

‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই শ্লোগান নিয়ে দুর্নীতি বিরোধী আন্দেলনকে জোরদার করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি বিরোধী শপথ নিয়েছে স্কুল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী সমাবেশে তারা এই শপথ নেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার ও সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাহেদ আলী ।

সমাবেশে বিদ্যালয়ের ২ সহস্রাধিক শিক্ষার্থী দুর্নীতিকে না বলে দুর্নীতি বিরোধী শপথ নেন। শপথ পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার।