ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

ব্রাহ্মণবাড়িয়া, 2 May 2022, 205 বার পড়া হয়েছে,

আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ঈদগাহ ময়দানে ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে একই সময়ে জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল সাড়ে ৮টায় শহরের লোকনাথ উদ্যান (টেংকের পাড়) জামে মসজিদ প্রাঙ্গন, তবে বৈরী আবহাওয়া থাকলে লোকনাথ উদ্যান (টেংকের পাড়) জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও সকাল সাড়ে ৮টায় শেরপুর ঈদগাহ মাঠ, একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মসজিদ প্রাঙ্গনে ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও পৃথক সময়ে কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম, ভাদুঘর ফাঁটা পুকুর ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী মসজিদ প্রাঙ্গন, পূর্বমেড্ডা বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গন, শরীফপুর ঈদগাহ মাঠে ঈদের পৃথক জামাত অনুষ্ঠিত হবে।