এ ব্যাপারে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বলেন, ফলাফলে আমরা খুশী, ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবো।
শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর ৩৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ১৭৭জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৫৩ জন, মানবিক বিভাগ থেকে ১৩ জন ও ব্যবসায় শিক্ষা থেকে ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৯ দশমিক ৪১ভাগ।
শহরের গভঃ মডেল গালর্স হাই স্কুল থেকে চলতি বছর ২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ১৫৬জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪৬জন, মানবিক বিভাগ থেকে ৬ জন ও ব্যবসায় শিক্ষা থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৯ দশমিক ০৫ভাগ।
শহরের রামকানাই হাই একাডেমী থেকে চলতি বছর ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৯৫ দশমিক ৪১ভাগ। -(সরোদ)