ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি’র ফলাফলে এবছরও এগিয়ে অন্নদা

ব্রাহ্মণবাড়িয়া, 29 November 2022, 104 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছরও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষার ফলাফলে এগিয়ে  অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর ৩৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ২৩৬জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২২৬জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ।

এ ব্যাপারে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বলেন, ফলাফলে আমরা খুশী, ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবো।

শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর ৩৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ১৭৭জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৫৩ জন, মানবিক বিভাগ থেকে ১৩ জন ও ব্যবসায় শিক্ষা থেকে ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৯ দশমিক ৪১ভাগ।

শহরের গভঃ মডেল গালর্স হাই স্কুল থেকে চলতি বছর ২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ১৫৬জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪৬জন, মানবিক বিভাগ থেকে ৬ জন ও ব্যবসায় শিক্ষা থেকে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৯ দশমিক ০৫ভাগ।

শহরতলীর বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর ২৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ১১৯জন। পাশের হার ৯৯ দশমিক ২৫ভাগ।
শহরের ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর ২৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ৩০জন। পাশের হার ৯৯ দশমিক ৯১ভাগ।

শহরের রামকানাই হাই একাডেমী থেকে চলতি বছর ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৯৫ দশমিক ৪১ভাগ। -(সরোদ)