ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 25 July 2021, 426 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- সুহিলপুর গ্রামের মহসিন মিয়ার মেয়ে তাবাসসুম আক্তার (৪) ও তার প্রতিবেশী মানিক মিয়ার ছেলে ওমর মিয়া (৫)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুরে তাবাসসুম ও ওমরসহ এক শিশু বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাবাসসুম ও ওমরকে খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির অদূরে সুহিলপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পুকুরের তলদেশ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার ও সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।