ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 8 November 2023, 65 বার পড়া হয়েছে,

মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুজিনা রহমান (৩৫) নামে এক মানসিক রোগী নিহত হয়েছে।

বুধবার ৮ নভেম্বর সকাল ৬টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

রুজিনা রহমান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শাহাজাহান মিয়ার মেয়ে ও ঢাকা দক্ষিণ মুগদার মো. আনিসুর রহমানের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুজিনা বেগম একজন মানসিক রোগী। অনেকবার চিকিৎসা হয়েছে৷ রুজিনা বেগম কাউকে না মাঝেমধ্যে ঘর থেকে বের হয়ে যায়। এমনিই ভাবে গত সোমবার কাউকে না বলে আশুগঞ্জ চলে আসে। তারপর বাহাদুরপুর বাবার বাড়িতে এসে পাগলামি শুরু করেন। পরে সবার সাথে রাগারাগি করে আশুগঞ্জ রেলস্টেশনে এসে অজ্ঞাত ট্রেনের নিচে কাটে পড়ে ঘটনাস্থলে রুজিনা বেগম মারা যান৷

এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হাতেম আলী ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজকে সকালে অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।