গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1144098 বার পড়া হয়েছে,
শুভ দীপাবলী
আলোর মিছিল–
আলোর বানে অন্ধকারের
পাহাড় গলুক জোরে
সব মানুষের সমাজ হাসুক
সূর্যউঠা ভোরে।
হিংসা এবং ঘৃণার বানী
আলোর প্রেমে ভেসে
ভালোবাসার গান হয়ে যাক
দাঙ্গাপথে এসে।
তুমি-আমি ধর্ম নেবো
মানুষ সবার সেরা
আলোর মশাল হাঁটবে পথে
শান্তিরথে ফেরা।
বন্ধু এসো, আলোয় রাঙা
গ্রন্থাবলী পড়ো
সম্প্রীতিতে শক্তি খুঁজে
আমার হাতটি ধরো।
এ হাত,ও হাত লক্ষ-কোটি
উর্ধ্বে বজ্রমুঠি
আলোর মিছিল-আলোর মিছিল
মানবতার খুঁটি।
—মো.মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া