ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মানবাধিকার সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 30 April 2022, 204 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মানবাধিকার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) শহরের টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্দা ওয়াছেল সিদ্দিকীর সভাপতিত্বে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খোকন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন এর সাবেক সাধারণ সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভি পি এমদাদুল হক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী ফারুক আহমেদ পারুল, ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুকুল কবির, জনতার খবর’র বার্তা সম্পাদক আদিত্ব্য কামাল, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ইস্কান্দর মিয়া, জাতীয় মানবাধিকার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবুল খায়ের, জাতীয় মানবাধিকার সোসাইটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শামীম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইকবাল ভূইয়া, বিশিষ্ট যাদু শিল্পী ও দরবারে আমুই এর সত্বাধিকারী রুহুল খন্দকার সেলিম যাদুকর, টেংকের পাড় জামে মসজিদের ইমাম মাওঃ আবু বক্কর, জননেত্রী শেখ হাসিনা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক, আঃ হাই মাসুম, টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টারের পরিচালক মোঃ বিল্লাল মিয়া, সোনালী ব্যাংক কর্মকর্তা ছাকিন, বিশিষ্ট ঠিকাদার মোঃ টিটু, টেংকের পাড় সমাজ কর্মী আনিছুর রহমান রুহুল, যুবলীগ নেতা আশিক, পরিবহন ব্যাবসায়ী জুয়েল খান, আওয়ামীলীগ নারী নেত্রী অনু পারভীন, জেলা জাতীয়পার্টি সভানেত্রী রোমানা আক্তার শ্যামলী, মানবাধিকার সংগঠন ও সাহিত্য পরিষদের সভাপতি নুরজাহান, রিমা আক্তার, খারিছা খাতুন, ইসরাত জাহান শেফালি, মেহেরুন নেছা নিশা। এছাড়াও উপস্থিত ছিলেন শহরের মান্যগন্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মোঃ মুজিবুর রহমান
সার্বিক সহযোগিতায় ছিলেন বৈশাখী শিল্পী গোষ্টীর সভাপতি মোহাম্মদ হোসেন, ভিডিও চিত্র ধারণে সুমন চক্রবর্তী।