কাউতলি কেন্দ্রীয় জামে মসজিদের পুন: নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 

ব্রাহ্মণবাড়িয়া, 11 November 2023, 104 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ৭ কোটি টাকা ব্যয়ে কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদ এর পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ নভেম্বর বিকেলে কাউতলী জামে মসজিদ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদ এর সভাপতি মোঃ সায়েদুর রহমান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা জজ কোর্টের পিপি মাহবুবুল আলম খোকন, বিশিষ্ট সমাজসেবক মো: শাহ আলমসহ আরো অনেকে। এ সময় প্রধান অতিথি বলেন,এমন একটি ভালো  কাজে আমরা সবসময়ই আছি।মসজিদ নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের সাধ্য অনযায়ী পাশে থাকবো।আমরা আশা করি সুন্দরভাবে কাজটি এগিয়ে যাবে।