ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ ১ জন গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া, 8 October 2023, 118 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার পাকা রাস্তার মাথায় কালবার্ট এর উপর হতে ১৮ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ একজনকে আটক করেছে কসবা থানা পুলিশ।
কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন পিপিএম এর নেতৃত্বে রবিবার ৮ অক্টোবর ১০: ১৫ ঘটিকার সময় এসআই মোঃ আমান উল্লাহ আমান এএসআই মাসুদ সরকার, এএসআই মাসুম রানা ফোর্স সহ কসবা থানাধীন কসবা পৌরসভাস্থ  তালতলা বটগাছের নিচে গুরুহিত হইতে তালতলা গামী পাকা রাস্তার মাথায় কালবার্ট এর উপর সাইফুল ইসলাম জয় প্রকাশ পলাশ (২৮) নামের এক ব্যক্তিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করিয়া অটোরিকশার যাত্রী সিটের উপরে এবং যাত্রী সিটের সামনে থাকা চারটি ব্যাগ তল্লাশি করিয়া মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন।
সাইফুল ইসলাম জয় প্রকাশ পলাশ কসবা পৌরসভা আড়াইবাড়ির মোঃ গোলাম মোস্তফার ছেলে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম ঘটনার নিশ্চিত করে জানান, পৌরসভাস্থ  তালতলা বটগাছের নিচে গুরুহিত হইতে তালতলা গামী পাকা রাস্তার মাথায় কালবার্ট এর উপর সাইফুল ইসলাম জয় প্রকাশ পলাশ (২৮) নামের এক ব্যক্তিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করিয়া অটোরিকশার যাত্রী সিটের উপরে এবং যাত্রী সিটের সামনে থাকা চারটি ব্যাগ তল্লাশি করিয়া মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।