গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

সারাদেশ, 26 March 2022, 177 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়াঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে গোপালগঞ্জের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

২৫ মার্চ ২০২২ ইং তারিখে, গোপালগঞ্জের সিঙ্গীপাড়া, গিমাডাঙ্গা, চরপাড়া ও টুঙ্গিপাড়া আশ্রয়ন প্রকল্পের প্রত্যেক পরিবারের মাঝে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি, ১ কেজি তৈল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ১ কেজি চিড়া, আধা কেজি মুরি, ১ কেজি খেজুর, ১ টি লুঙ্গি ও ১ টি শাড়ী কাপড় বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ।

অনুষ্ঠিত খাদ্য সামগ্রী ও বস্ত্র সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আজ শপথ নিতে হবে, বুকের তাজা রক্ত দিয়ে হলেও জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সুস্থ থাকলে এ দেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে কেউ থামাতে পারবে না! এতে বিশেষ অতিথি বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সুস্থ থাকলে এদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না! খাদ্য অভাবে থাকবে না। তিনি সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া চান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, নুরুল ইসলাম রাজা, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ার ইসলাম বিপুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. এম জুয়েল আহমেদ, উপ দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন কিরন, জাহাঙ্গীর হোসেন বাবর, সদস্য বিভাস বালা, সিরাজুল ইসলাম রাজ, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক বিএম আলম সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল ইসলাম আব্বাস, মহসিন শিকদার, দীন ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ পাল, সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিতীশ রায়, সদর পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পারভেজ সহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ।