কিছুটা সময় -রেহানা রশীদ

সাহিত্য, 8 June 2024, 114 বার পড়া হয়েছে,

এলোমেলো সময় গুলিকে ভীষন ভালোবাসি
নিঃসংগতার কষ্ট মনের অজান্তেই ছড়িয়ে দেই,
সবখানেই আছে ভালোবাসার সমান অবস্থান।

তবুও নিঃসঙ্গ আমি
দূরের আকাশটাও নিঃসঙ্গ,
পৃথিবীটা ও নিঃসঙ্গ।

জীবনের পদাচারনা সবখানে,
তুমি কিংবা আমি সবাই ব্যাস্ত।
তবু থেমে থাকে অনেক কিছু—–

ভালোবাসার কিছু মূহুর্ত,
ভালোবাসার স্পর্শতা–
ভালোবাসার দূূর্লভ মূহুর্ত্ব।

স্তব্দতায় চেয়ে থাকি আকাশ পানে,
আর মনের অজান্তেই
এগিয়ে চলি জীবনের স্বাভাবিকতায়।

সবকিছুই ঠিক-ঠাক
তবুও কেন এলোমেলো হয়ে যায়?
কিছুটা সময় ——–।।।