জুলাই সনদ ছাড়া নির্বাচন সম্ভব নয়: যুগ্ম মহাসচিব খেলাফত মজলিস

ব্রাহ্মণবাড়িয়া, 22 August 2025, 100 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিস ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার আযোজনের এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর শাখার আহ্বায়ক মুহাম্মদ বশির আহমেদ ভূইয়া’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মুনতাসির আলী, যুগ্ম মহাসচিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়ীয়া ৩নং আসনের খেলাফত মজলিসের মনোনিত প্রার্থী জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ এমদাদ উল্লাহ সিরাজী। ২নং আসনের খেলাফত মজলিসের মনোনিত প্রার্থী জনাব আবুল ফাতাহ্ মাসুক (ভুটটু)। ৪নং আসনের খেলাফত মজলিসের মনোনিত প্রার্থী জনাব আবুল কাসেম তালুকদার। ৫নং আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুহাম্মদ আলী। খেলাফত মজলিসের উপদেষ্টা জনাব হাফেজ মাওলানা অলি উল্লাহ বিন ফখরে বাঙ্গাল। শাইখুল হাদীস মাওলানা বোরহান উদ্দিন কাসেমী। আলহাজ্ব মাওলানা গাজী ইয়াকুব ওসমানী। মাওলানা গাজী নিয়াযুল করিম। মাওলানা কামাল উদ্দীন কাসেমী।  মাওলানা হাবিবুর রহমান সাদী। হাফেজ আহম্মদ  মাওলানা আলাউদ্দিন আয়ুবী। মাওলানা আবুল হাসান আনছারী। মাওলানা মুফতি ইমাম হোসাইন। মুহাম্মদ উসমান আইনুল হক সরকার। মাওলানা ঈশা খান সোহেল। মাওলানা নাজিরুল্লাহ। হাফেজ মাওলানা আল আমিন। মাওলানা আবু আব্দুল্লাহ। মাওলানা মুহাম্মদ মুছা। মাওলানা আবুল ফজল ভুইয়া। মাওলানা মুফতি মকবুল হোসাইন। মাওলানা সেলিম উসমানী। মাওলানা শহীদ বিন ফিরুজ। হাফেজ মাওলানা বশির আহমেদ ভূইয়া (আবুসামা)। আইনজীবী মজলিসের এডভোকেট মনিরুজ্জান (রমজান আলী)। মাওলানা আক্তার। মাওলানা সীরাজ। মাওলানা শামীম ডা:আলম প্রমুখ।
বক্তারা বলেন, খেলাফত মজলিস মনে করে জুলাই সনদ ছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচন পরিচালনা হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে। এছাড়া বক্তারা হুঁশিয়ারি দেন যে বিভেদ ও রাজনৈতিক সহিংসতা নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। তারা নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড শাখার প্রতিনিধি, যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।