ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 21 May 2022, 276 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ১০নং শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকালে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মাষ্টারবাড়ি প্রাঙ্গণে যুবদলের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ নুর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারন সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর (তপু)। এতে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান রঞ্জন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাষ্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ ও সদস্য সচিব মোঃ আল আমিন শাহরিয়ার, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সদ্য নির্বাচিত সিনিয়র সহ- সভাপতি শামসু মেম্বার, ও সাধারন সম্পাদক মুন্সি আমান মিয়া, সরাইল উপজেলা ছাত্রদল আহ্বায়ক জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব মীর ওয়ালীদ উদ্দিন, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী জোনায়েদ খান।

এছাড়াও এ সময় উক্ত কর্মীসভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।