মানুষ এখন ফেসবুক স্ট্যাটাস শেয়ার-কমেন্ট করতে ভয় পায়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া, 10 April 2023, 68 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : সাবেক সংরক্ষিত আসনের এমপি ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না। কিন্তু দেশের মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। যথেষ্ট অত্যাচার আপনারা করেছেন। মানুষ কথা বলতে ভয় পায়। মানুষ ফেসবুকে লিখতে ভয় পায়, মানুষ ফেসবুকের স্ট্যাটাস শেয়ার ও লাইক-কমেন্ট করতে ভয় পায়। ডিজিটাল নিরাপত্তা আইন বানিয়েছেন আপনারা। সেই দিন দূরে নয়, যেদিন এই আইনেই আপনাদের হাত বাধা পড়বে।

শনিবার (০৮ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ অত্যন্ত দুঃসময় অতিক্রম করছে। দেশনেত্রী বেগম খালেজা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে। তাকে রাজনীতি থেকে দূরে রাখতে এমন কোন ষড়যন্ত্র নাই, যেটা করা হচ্ছে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। এই সরকার সত্যি সত্যি কাউকে ভয় করে, তা হচ্ছে জিয়া পরিবারকে। এই সরকার জানে কারও ডাকে বাংলাদেশের মানুষ এক হয়, তা হচ্ছে জিয়া পরিবারের ডাক।

তিনি আরও বলেন, আমরা দেশে গত কয়েকমাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আপনারা দেখেছেন আমাদের কিভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের ১৭জন কর্মী পুলিশের গুলিতে মারা গেছে। পুলিশ ভাইদের বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। নিজের ভাইয়ের বুকে গুলি চালানোর আগে ১০ বার চিন্তা করেন। সময় কিন্তু পাল্টাবে, আওয়ামী লীগ চিরকাল কিন্তু থাকবে না ক্ষমতায়। আপনাদের সকল অপকর্মের জবাব দিতে হবে। আপনাদের সকল অপকর্মের বিচার হবে।