অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, পৌরসভার শাহপুর গ্রামের কৃতিসন্তান, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী কসবা এরিয়ার এজিএম, দৈনিক যায়যায়দিন ও দৈনিক সমতটবার্তা কসবা উপজেলা প্রতিনিধি, মো. শাহআলম চৌধুরী (৬২) আজ (২৫ ডিসেম্বর) ভোর ৪টায় শীতলপাড়াস্থ নিজ বাসায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতাসহ নানাহ রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা-জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর কসবা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল হান্নান মাস্টার, কসবা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, কসবা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি পীরজাদা শিবলী নোমানী, উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশিদ ঢালী, কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রুহুল আমিন টিটু, সাবেক মেম্বার মনিরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মো. জসিম উদ্দিন চৌধুরী ও মরহুমের ছোট ভাই নিজাম উদ্দিন প্রমুখ মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
অপরদিকে বাদ আছর নিজগ্রাম শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ২য় জানাযায় মরহুম শাহ আলম চৌধুরীর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাবের (নবগঠিত) সভাপতি মো. আবুল খায়ের স্বপন ও মরহুমের বড় ছেলে মো. রবিউল আলম। জানাযা শেষে শাহপুর দক্ষিণপাড়া পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
এদিকে সাংবাদিক মো. শাহ আলম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ নানান শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।