আখাউড়া স্টেশনে ট্রেনে দৌঁড়ে উঠতে গিয়ে হাত-পা হারালো যুবক

ব্রাহ্মণবাড়িয়া, 9 May 2022, 162 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে এক হাত ও এক পা কাটা পড়েছে মো. হারিছ মিয়া (২৫) নামে এক যুবকের। রবিবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে তিনি কাটা পড়েন।

গুরুতর আহত হারিছ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে।

তিনি কুমিল্লায় শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আখাউড়া স্টেশন থেকে বেলা সোয়া দুইটার দিকে ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। এ সময় হারিছ মিয়া নামে ওই যুবক ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিনে) উঠতে যায়। এতে সে কাটা পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।